ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গজারী খালের ওপর অবস্থিত একটি পুরাতন সেতুর সংযোগ সড়ক চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি বর্তমানে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি সড়কের একাংশ ধসে বড় গর্তের সৃষ্টি হওয়ায় জনসাধারণের চলাচল ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন এই সড়ক ব্যবহার করে কয়েক হাজার শ্রমিক পোশাক কারখানাগুলোতে যাতায়াত করেন এবং এই পথ দিয়েই বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পণ্য পরিবহন ও রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু সড়কজুড়ে অসংখ্য গর্ত থাকায় দুর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘আমরা বহুবার পৌরসভাকে জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এখন ব্রিজসহ পুরো সংযোগ সড়ক ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে।’
শ্রমিক সুরজান আক্তার জানান, ‘প্রতিদিন এই সড়ক দিয়ে কাজে যাই। ব্রিজের সংযোগ সড়ক ধসে যাচ্ছে, বড় বড় গর্তে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এভাবে আর কতোদিন চলা যাবে?’
একটি পোশাক কারখানার কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘এই ব্রিজ ভেঙে গেলে আমাদের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এতে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। এটি শুধু আমাদের সমস্যাই না, দেশের রপ্তানি খাতও ক্ষতিগ্রস্ত হবে।’
বিষয়টি নিয়ে ভালুকা পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন সাংবাদিকদের বলেন, ‘আমরা ইতোমধ্যে সড়কের অবস্থা সম্পর্কে অবগত হয়েছি এবং গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনায় নিয়েছি। দ্রুত সময়ের মধ্যেই সংযোগ সড়ক সংস্কারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের স্বার্থে যেকোনো অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।’
স্থানীয় বাসিন্দা ও কারখানা সংশ্লিষ্টরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে সম্ভাব্য দুর্ঘটনা ও শিল্পক্ষতি এড়ানো যায়।
বিডি প্রতিদিন/জামশেদ