আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ব্যাট হাতে আগুন ঝরানো থামেনি এবি ডি ভিলিয়ার্সের। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ফাইনালেও দেখালেন নিজের ব্যাটিং ক্লাস। পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করে দলকে জয়ের পথে এগিয়ে নিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই সুপারস্টার।
বার্মিংহ্যামের এজবাস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান চ্যাম্পিয়নস ৫ উইকেটে ১৯৫ রান তোলে। জবাবে ব্যাট হাতে শুরু থেকেই ঝড় তোলেন ডি ভিলিয়ার্স। ১২তম ওভারের শেষ বলে সাঈদ আজমলকে বাউন্ডারি মেরে পূর্ণ করেন নিজের সেঞ্চুরি, যেখানে খেলেন মাত্র ৪৭টি বল।
শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৬০ বলে ১২০ রান করে, যেখানে ছিল ১২টি চার ও ৭টি ছক্কার মার। ফাইনালের মতো বড় ম্যাচেও তাঁর নির্ভার ব্যাটিংই দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়।
এই নিয়ে শেষ চার ম্যাচে তৃতীয় সেঞ্চুরি হাঁকালেন ৪১ বছর বয়সী এই কিংবদন্তি।
এর আগে হেডিংলিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে মাত্র ৪৬ বলে করেন ১২৩ রান, যেখানে ছিল ১৫টি চার ও ৮টি ছক্কা। সে ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৩৯ বলে।
এরও আগের ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়নসের বিপক্ষে ৭ ছক্কা ও ১৫ চার মেরে ৪১ বলে করেন সেঞ্চুরি। পরে ৫১ বলে অপরাজিত থাকেন ১১৬ রানে।
বিডি প্রতিদিন/মুসা