ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের শেষ দিকে ইংল্যান্ডের ক্রিকেটারদের আচরণ ভালো লাগেনি অ্যালেস্টার কুকের।
বেন স্টোকসের ড্র মেনে নেওয়ার প্রস্তাব গ্রহণ না করার অধিকার রাভিন্দ্রা জাদেজা ও ওয়াশিংটন সুন্দারের ছিল বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক।
সিরিজের চতুর্থ টেস্টের পঞ্চম দিনের শেষ কয়েক ওভারে দেখা যায় চরম নাটকীয়তা। দিনের খেলা এক ঘণ্টা বাকি থাকতে ইংল্যান্ড অধিনায়ক স্টোকস আম্পায়ারদের কাছে ইঙ্গিত দেন যে, তারা ড্র মেনে নিতে প্রস্তুত। তবে সেঞ্চুরির পথে থাকা জাদেজা (৮৯) ও ওয়াশিংটন (৮০) তাতে রাজি হননি। এতে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান স্টোকস, জ্যাক ক্রলিরা। দুই ব্যাটসম্যানকেই কটাক্ষ করতে থাকেন তারা।
স্টোকস দুই প্রান্ত থেকে বোলিং করান দুই পার্টটাইমার জো রুট ও হ্যারি ব্রুককে। রুট নিয়মিত বোলিং করলেও ব্রুককে সেভাবে বোলিং করতে দেখা যায় না। একের পর এক স্লোয়ার ও আলগা ডেলিভারি করেন তিনি। জাদেজা ও ওয়াশিংটন সেঞ্চুরিতে পৌঁছান অনায়াসে। এরপর ড্র মেনে নেন তারা। প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ১৪৩ ওভার ব্যাটিং করে ৪ উইকেটে ৪২৫ রান করে ভারত।
শেষ দিকের উত্তপ্ত পরিস্থিতির জন্য স্টোকসের দলকে দায়ী করেছেন কুক। বিবিসি স্পোর্টের সঙ্গে আলাপে সাবেক এই ব্যাটসম্যান বলেন, হতাশা থেকেই মেজাজ হারিয়ে ফেলেন তার উত্তরসূরিরা।
তিনি বলেন, যে মোমেন্টাম তারা (জাদেজা ও ওয়াশিংটন) তৈরি করেছিল, সেখান থেকে ব্যাটিং চালিয়ে যাওয়া তাদের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। যখন মাঠে থাকবেন, ১৪০ ওভার ফিল্ডিং করবেন, তখন আপনি হতাশ হবেন। তাই ইংল্যান্ডের জন্য কিছুটা হতাশা ছিল।”
কুক আরও বলেন, আমি বুঝতে পারছি কেন ভারত এটা করেছে। পাঁচ বছর পর যখন স্কোরকার্ড দেখবেন, ম্যাচ বাঁচানোর জন্য দুটি দুর্দান্ত সেঞ্চুরি দেখতে পাবেন। শুবমান গিলের সেঞ্চুরিও। হ্যারি ব্রুকের ঘন্টায় ৩৭ কিলোমিটার গতির বল সবাই ভুলে যাবে।”
প্রসঙ্গত, পাঁচ টেস্টের সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার দা ওভালে শুরু হবে পঞ্চম টেস্ট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ