'একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে' স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। তার আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র্যালীর আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সোলাইমান হোসেন ও প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আজ যারা নবীন তারা একসময় প্রবীণ হবে। এটাই আমাদের সমাজের বাস্তবতা। আজ যাদের শরীরে ত্যাজ আছে এই ত্যাজ থাকবে না। সময়ের কাছে সকলেই পরাজিত। সম্পর্কগুলো দৃঢ় করতে হবে। কেউ একা ভালো থাকতে পারে না। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। তিনি আরো বলেন, পারিবারিক শিক্ষা অন্যতম একটা বিষয়। অনেক সময় ভালো কথা বলি মূল জায়গায় ইঙ্গিত করতে পারি না। সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে। বিবেক দিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। বিল্ডিং না গড়ে সন্তানদের গড়ে তুলতে হবে। সিটিজেনকে সম্মান করা শিখাতে হবে।
বিডি প্রতিদিন/এএম