গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে, যার মধ্যে ৮ জনকে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের নলবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গওহরডাঙ্গা এলাকার একটি গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে গওহরডাঙ্গা গ্রামের সুমন খান (১৮) ও পাশের শ্রীরামকান্দি গ্রামের রোহান উস্তা (২০)-এর মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি দ্রুত দুই গ্রামে ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই গ্রামের কমপক্ষে ১৫ জন আহত হন।
খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘ডাব পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।’
বিডি প্রতিদিন/জামশেদ