পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। ফলে ব্যাটিং করবে বাংলাদেশ। সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে দুই দল।
এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান ও পেসার তাসকিন আহমেদ। তাদের জায়গায় ফিরলেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও পেসার শরিফুল ইসলাম।
ম্যাচটিতে আরও বড় সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি আছে তাদের। ম্যাচটি জিতলেই প্রথমবারের মতো এই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন, তানজিম হাসান।
বিডি প্রতিদিন/এমআই