শ্রীলঙ্কার মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ এখন পর্যন্ত হয়নি বাংলাদেশের। আজ মঙ্গলবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই স্বপ্নপূরণের হাতছানি নিয়ে মাঠে নামছে টাইগাররা।
এদিন টস ভাগ্য টাইগারদের পক্ষে যায়নি। শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস হেরেছেন মেহেদী হাসান মিরাজ। টসে হেরে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা। তাই ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। যে জিতবে তার ঘরে যাবে ট্রফি।
অলিখিত ফাইনালে বাংলাদেশের একাদশে এক পরিবর্তন দেখা গেছে। হাসান মাহমুদের পরিবর্তে একাদশে এসেছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রামে রেখেছিল টিম ম্যানেজমেন্ট।
এই ম্যাচ সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। আবহাওয়া পূর্বাভাস বলছে, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। বিশ্বখ্যাত আবহাওয়া সাইট ‘আকুওয়েদার’ জানিয়েছে, দুপুরের পর থেকেই বাড়বে আর্দ্রতা আর বিকেলের দিকে মেঘে ঢেকে যাবে পুরো আকাশ। তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা মাঠের গরমে আরও বেশি অনুভূত হতে পারে খেলোয়াড়দের কাছে।
পাল্লেকেলে মাঠে বৃষ্টির হানা নতুন কিছু নয়। গেল কয়েক বছরে এ ভেন্যুতে বেশ কিছু ওয়ানডে ম্যাচই আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে। ২০২৩ সালের নভেম্বরেই এই মাঠে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এর আগেও ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজে প্রতিটি ম্যাচে ওভার কমাতে হয়েছিল। তাই আজকের ম্যাচেও বৃষ্টি হানা দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
বাংলাদেশ একাদশ- তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ