ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আবারও পিতৃত্বের স্বাদ পেলেন। প্রেমিকা ব্রুনা বিয়াঙ্কার্ডি শনিবার (৫ জুলাই) ভোরে কন্যাসন্তান মেল‑কে জন্ম দিয়েছেন। ইনস্টাগ্রামে সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি শেয়ার করে বিয়াঙ্কার্ডি আবেগভরা বার্তায় লেখেন, “মেল এসেছে—আমাদের জীবন আরও মিষ্টি করতে। ঈশ্বর যেন তাকে আশীর্বাদ ও নিরাপত্তায় রাখেন।”
নেইমারের বয়স ৩৩, আর মেল তার চতুর্থ সন্তান। প্রথম পুত্র ডাভি লুকা (২০১১) জন্ম নেয়নি সাবেক সঙ্গী ক্যারোলিনা ডান্তাসের ঘরে। এরপর বর্তমান সঙ্গী বিয়াঙ্কার্ডির প্রথম কন্যা মাভি এবং আরেক কন্যা নেইমারের সাবেক সঙ্গী আমান্ডা কিম্বারলির ঘরে জন্ম নেয় তৃতীয় সন্তান। নতুন অতিথিকে ঘিরে গোটা পরিবারে এখন বাঁধভাঙা উচ্ছ্বাস, বড় বোন মাভি রীতিমতো আনন্দে মাতোয়ারা।
সান্তোসে ফিরে আসার পর পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। সান্তোসের সঙ্গে তাঁর চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত—পরবর্তী ক্লাব পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত তখনই। আপাতত ফুটবল মাঠের বাইরেই জীবনের সেরা মুহূর্ত উপভোগ করছেন ‘দ্য সৌন্দর্য’ নেইমার।
বিডি প্রতিদিন/আশিক