ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর গ্রুপ স্তরের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচটি বেঙ্গালুরুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জিতলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে পারবে, যা তাদের প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ এনে দেবে। তবে হেরে গেলে তাদের তৃতীয় স্থানে থেকেই প্লে-অফে নামতে হবে, যা ফাইনালে পৌঁছনোর লড়াই আরও কঠিন করে তুলবে।
অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস প্লে-অফ দৌড় থেকে ছিটকে গেলেও, ঘরের মাঠে (অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম, লখনৌ) শেষ ম্যাচে জয় তুলে নিয়ে মৌসুমটা হাসিমুখে শেষ করতে চায়। ঘরের মাঠে খেলায় লখনৌয়ের জন্য হোম ক্রাউডের সমর্থন থাকবে, তবে প্লে-অফ নিশ্চিত হওয়ায় মানসিক দিক থেকে চাঙ্গা থাকবে বেঙ্গালুরু শিবিরও।
দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
লখনৌ সুপার জায়ান্টস: মিচেল মার্শ, এইডেন মারক্রাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, আকাশ দীপ, শার্দূল ঠাকুর, আবেশ খান, রবি বিষ্ণোই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পতিদার, মায়াঙ্ক আগরওয়াল, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিডি, যশ দয়াল।
বিডি প্রতিদিন/মুসা