প্লে-অফে যাওয়ার আগেই নিজেদের জায়গা নিশ্চিত করেছে গুজরাট টাইটানস, অন্যদিকে লিগ পর্ব থেকেই বিদায় নিশ্চিত লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। ফলাফল খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও দুই দলের লড়াই জমে উঠেছিল রানের বৃষ্টিতে। শেষ পর্যন্ত ম্যাচটি নিজেদের করে নেয় লক্ষ্ণৌ, ৩৩ রানে হারিয়ে গুজরাটকে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলে লক্ষ্ণৌর ব্যাটসম্যানরা। ইনিংসের মূল ভিত্তি গড়ে দেন মিচেল মার্শ ও নিকোলাস পুরান। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১২১ রানের দুর্দান্ত জুটি। মার্শ মাত্র ৬৪ বলে ১০ চার ও ৮ ছক্কায় খেলেন বিধ্বংসী ১১৭ রানের ইনিংস। তার বিদায়ের পরও থামেননি পুরান, ২৭ বলে অপরাজিত ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে লক্ষ্ণৌ তোলে ২৩৫ রান।
২৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় গুজরাট। ওপেনার শুবমান গিল ও সাই সুদর্শন ৪ ওভারেই স্কোরবোর্ডে যোগ করেন ৪২ রান। কিন্তু পঞ্চম ওভারে ও’রুর্কের বলে সুদর্শনের আউটের পর ছন্দ হারাতে শুরু করে গুজরাট। অষ্টম ওভারের শেষ বলে অধিনায়ক গিল ফিরে যান ৮৫ রানে দলকে রেখে। জস বাটলার চেষ্টা করলেও ১৮ বলে ৩৩ রান করে আকাশ সিংয়ের বলে বোল্ড হয়ে ফেরেন।
এরপর কিছুটা আশার আলো জ্বালান শাহরুখ খান। পাঁচে নেমে ২৯ বলে ৫৭ রানের দারুণ ইনিংস খেললেও তার বিদায়ের পর আর কেউ দাঁড়াতে পারেনি। শেষ ৪ ওভারে গুজরাট হারায় ৬ উইকেট, তোলে মাত্র ২০ রান। নির্ধারিত ওভারে থেমে যায় ২০২ রানে।
এই জয়ে গুজরাটের বিপক্ষে চলতি মৌসুমে টানা দুই জয় পেল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে আগেই বিদায় নিশ্চিত হওয়ায় সেই আনন্দও আক্ষেপে রঙ ছড়ায়। অন্যদিকে, এই হারে শীর্ষ দুইয়ে থাকা অনিশ্চিত হয়ে গেল গুজরাটের জন্য। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অবশ্য এখনও তারা তালিকার শীর্ষে আছে, তবে টানা দুই ম্যাচ হারের স্বাদ পায়নি পুরো মৌসুমে। বিপরীতে, শেষ চার ম্যাচে হেরে নবম থেকে বিদায় নিতে হলো লক্ষ্ণৌকে।
বিডি প্রতিদিন/নাজিম