হুট করে ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ার পর পরিত্যক্ত হয়ে গেছে আইপিএলে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। ইএসপিএনক্রিকইনফোর খবর, নিরাপত্তাজনিত কারণে স্টেডিয়াম খালি করতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ।
ধর্মশালায় বৃহস্পতিবার বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হয় কিছুটা দেরিতে। টস জিতে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাব ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান করার পর একে একে নিভে যায় তিনটি ফ্লাডলাইট টাওয়ার। মিনিট দশেক পরই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সামাজিক মাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যায়, হাতের ইশারায় দর্শকদের স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করছেন আইপিএল চেয়ারম্যান আরুন ধুমাল।
দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত বেড়ে চলায় ক্রীড়াঙ্গনেও পড়ছে প্রভাব। এরই মধ্যে আইপিএলের একটি ম্যাচের ভেন্যু সরিয়ে নিতে বাধ্য হয়েছে আয়োজকরা।
আগামী রবিবার এই মাঠেই মুখোমুখি হওয়ার কথা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের। কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ায় এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় ম্যাচটি আহমেদাবাদে সরিয়ে নেওয়ার কথা বৃহস্পতিবার জানায় আইপিএল কর্তৃপক্ষ। এর কয়েক ঘণ্টার পরই ধর্মশালায় পাঞ্জাব ও দিল্লির ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল মাঝপথে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, “এইচপিসিএ (হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন) স্টেডিয়ামে গুরুতর কারিগরি ত্রুটির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ওই এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে এইচপিসিএ স্টেডিয়ামের একটি লাইট টাওয়ারে ত্রুটি দেখা দেয়। স্টেডিয়ামে আসা দর্শকদের অসুবিধার জন্য বিসিসিআই দুঃখ প্রকাশ করছে।”
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হন। যার দায় পাকিস্তানের ওপর দিচ্ছে ভারত সরকার। ফলে দুই দেশের মধ্যে তৈরি হয় তীব্র উত্তেজনা।
পেহেলগামে ওই সন্ত্রাসী হামলার ‘বদলায়’ গত মঙ্গলবার গভীররাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে হামলা চালায় ভারত। তার পাল্টায় গোলাবর্ষণসহ সামরিক জবাব দেয় পাকিস্তানও। এ সংঘাতে দুই দেশ মিলিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত, মৃত্যু হয়েছে ৪৬ জনের।
যুদ্ধের দামামার মাঝে সীমান্তবর্তী বেশ কয়েকটি বিমানবন্দর-জাম্মু, শ্রীনগর, জোদপুর, আম্রিতসার, ভুজ, জামনাগার, চান্ডিগাড় ও রাজকোট আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা আগেই দেয় ভারত। এতে অনেক ফ্লাইট বাতিল করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ