মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসান সোহানের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৩৪৪ রানের বিশাল স্কোর গড়েছে স্বাগতিকরা।
বুধবার (৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রান সংগ্রহ করে তারা। দলের মূল ভিত গড়ে দেন চতুর্থ ও পঞ্চম উইকেটে ব্যাট করতে নামা অঙ্কন ও সোহান। তারা ১৯০ বলে ২২৫ রানের দুর্দান্ত জুটি গড়েন।
অঙ্কন ১০৮ বল খেলে ৭টি চার ও ৫টি ছয়ে ১০৫ রান করেন, তিনি আউট হন জাকারি ফকসের বলে। অন্যদিকে, অধিনায়ক সোহান খেলেন ১০১ রানের ঝকঝকে ইনিংস, যার মধ্যে ছিল সমান ৭টি চার ও ছয়। তাকে ফেরান ক্রিস্টিয়ান ক্লার্ক।
দিনের শুরুটা যদিও ভালো ছিল না বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারেই ১০ বলে ৮ রান করা পারভেজ হোসেন ইমন সাজঘরে ফেরেন। এরপর ওয়ান ডাউনে নামা এনামুল হক বিজয় ও ওপেনার মোহাম্মদ নাঈম শেখ দায়িত্ব নিয়ে ইনিংস মেরামত করেন। বিজয় ৩৪ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রান করে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন। এরপর ৪১ বলে ৪০ রান করে নাঈমও আউট হন আদিত্য অশোকের বলে।
নিউজিল্যান্ড বোলারদের মধ্যে ক্রিস্টিয়ান ক্লার্ক ১০ ওভারে ৭১ রান দিয়ে নেন ২টি উইকেট। ফকস ও অশোক পান একটি করে উইকেট।
বিডি প্রতিদিন/মুসা