ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তানের বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় মুখদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজেদের দেশে বন্ধ করে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় পাকিস্তানের চার ক্রিকেটারের অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে। সেই চার ক্রিকেটার হচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ।
চারজনই পাকিস্তান দলের অবিচ্ছেদ্য অংশ এবং ভারতে তাদের বেশ জনপ্রিয়তাও আছে। এর আগে পাকিস্তানের বেশ কজন সাবেক ক্রিকেটারের ইউটিউব অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে ভারত। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন শোয়েব আখতার, বাসিত আলি ও রশিদ লতিফ।
এর আগে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করে মোদি সরকার।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় মারা যান ২৬ জন। এ হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপের ঘটনাও ঘটেছে।
সূত্র : এনডিটিভি।
বিডি-প্রতিদিন/বাজিত