‘চয়ন সাহিত্য ক্লাব স্বর্ণপদক ও গুণীজন সম্মাননা ২০২৫’ পেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান এবং নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ। গতকাল রবিবার চয়ন সাহিত্য ক্লাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ‘চয়ন’ ও ‘দশদিগন্ত’ সাহিত্য ম্যাগাজিনের ৩৩ বছর পূর্তির অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেওয়া হয়।
জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে অতিথি ছিলেন মডেল ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, কবি গোলাম শফিক, কূটনীতিক মাসুদ মান্নান ও লেখক হোসেন আবদুল মান্নান।
অনুষ্ঠানে লিলি হক সম্পাদিত ‘সাহিত্যে নিবেদিতপ্রাণ আবদুল মান্নান সৈয়দ’ গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা করেন গোলাম শফিক।
ওয়াসীম হক সম্পাদিত গল্পগ্রন্থ ‘মেঘমালাদের ডানায় চড়ে’র ওপর আলোচনা করেন মসউদ মান্নান।
‘লিলি হকের কবিতাসমগ্র’র ওপর আলোচনা করেন হোসেন আবদুল মান্নান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিচারপতি খিজির হায়াত, চয়ন সাহিত্য ক্লাবের সভাপতি লিলি হক, এ এফ এম নুরুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত/ইই