কয়েক দশক ধরে স্থায়ী জলাবদ্ধতার শিকার যশোরের ভবদহ এলাকা পরিদর্শনে যাচ্ছেন সরকারের তিনজন উপদেষ্টা। আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) তাঁরা ভবদহ স্লুইস গেট ও এর সংলগ্ন এলাকা ঘুরে দেখবেন এবং সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও জলাবদ্ধতার শিকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে অবহিত হবেন। যশোর জেলা প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সফরসূচি অনুযায়ী স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীরপ্রতীক) একসঙ্গে ভবদহ এলাকা পরিদর্শন করবেন।
সকালে হেলিকপ্টাযোগে তিন উপদেষ্টা ঢাকা থেকে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া সরকারি কলেজ মাঠে যাবেন। এই কলেজে ভবদহ জলাবদ্ধতা পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টাদের ব্রিফিং করবে সেনাবাহিনী।
এরপর তিন উপদেষ্টা ভবদহ স্লুইস গেট ও এর সংলগ্ন এলাকা সরেজমিন পরিদর্শন করবেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে যশোর ফিরবেন তাঁরা।
মতবিনিময় ও সচেতনতামূলক কর্মসূচি :
যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম জানান, সফরের অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) একইদিন বিকেল তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের যশোরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
এছাড়া পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুপুর আড়াইটায় মেছো বিড়াল সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক আয়োজনের উদ্বোধন করবেন। এ আয়োজনটি যশোর কালেক্টরেট চত্ত্বরে হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের যোগ দেওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ