রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহেদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন করেছে ছাত্রদল।
আজ সোমবার (২১ মার্চ) দুপুরে পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদল ও হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে পাকুন্দিয়া কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে পারভেজকে ছাত্রদল নেতা দাবি করে বক্তারা বলেন, পারভেজ ছাত্রদলের মেধাবী কর্মী ছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল,
ছাত্রদল নেতা মিজানুর রহমান ফেরদৌস, নাজমুল হুদা, আরমান হুসেন, জুনায়েদ হোসেন সিয়াম, মেরাজুল হক ইমন, মোবারক হোসেন সাগর, আরিফ মিয়া, সাকিব আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বিকালে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ