হারারেতে জিম্বাবুয়ে জেতা ম্যাচ হারল। স্বাগতিক জিম্বাবুয়েকে হারান দিলশান মাদুশাঙ্কার হ্যাটট্রিকে। ২৯৯ রানের টার্গেটে শেষ ৬ বলে জিততে জিম্বাবুয়ের দরকার ছিল ১০ রান। মাদুশাঙ্কা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বলে টানা উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন। শুধু তাই নয়, তিনি মাত্র ২ রান দেন শেষ ওভারে। মাদুশাঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ের ইনিংস থেমে যায় ৮ উইকেটে ২৯১ রানে। টস হেরে ব্যাটিং করে সফরকারী শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কার ৭৬, জানিথ লিয়ানাগের অপরাজিত ৭০ ও কামিন্দু মেন্ডিসের ৫৭ রানে ভর করে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৬ উইকেটে ২৯৮ রান। জবাবে ০ রানে ২ উইকেট হারানোর পর বেন কুরানের ৭০, সিন উইলিয়ামসের ৫৭ ও সিকান্দার রাজার ৯২ রানে জিম্বাবুয়ে সংগ্রহ করে ৮ উইকেটে ২৯১ রান। হ্যাটট্রিকম্যান ও ম্যাচসেরা মাদুশাঙ্কার স্পেল ১০-০-৬২-৪। ওয়ানডে ক্রিকেটে এটা ৫২তম এবং শ্রীলঙ্কার অষ্টম হ্যাটট্রিক। দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭ রানে জিতে এগিয়ে লঙ্কানরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলে একই মাঠে আগামীকাল মুখোমুখি হবে দুই দল।