আগের ম্যাচে ব্যবধান ছিল ৩-০। এবার দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ৪-১ গোলে হারাল নেপালকে। গতকাল থিম্পুর চ্যাংলিমিঠাঙ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে পুরো পয়েন্ট সংগ্রহ করেন অর্পিতা বিশ্বাসরা। এ জয়ে চার ম্যাচে ৯ পয়েন্টে বাংলাদেশ দুইয়ে থাকল। সব ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে ভারত সবার ওপরে। অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের এখনো শিরোপার আশা টিকে রয়েছে। তবে তা কঠিন, বাংলাদেশকে শুধু পরের দুই ম্যাচ জিতলে চলবে না। ভারতকে হারতে হবে দুই ম্যাচ। যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে তাতে ভারতের দুই হারের সম্ভাবনা ক্ষীণ। ৩১ আগস্ট বড় জোর বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তারপর হারলেও চ্যাম্পিয়ন ভারত। পয়েন্ট তখন সমান হলেও নিশ্চিতভাবে গোল ব্যবধানে এগিয়ে ভারতই বিজয়ের হাসি হাসবে।
বড় ধরনের অঘটন ঘটলেই বাংলাদেশের সম্ভাবনা জেগে উঠতে পারে। গতকাল আবার অর্পিতারা যেভাবে খেলছিল তাতে মনে হচ্ছিল সব আশায় শেষ হয়ে যাবে। নেপালের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পাচ্ছিল না। শেষ পর্যন্ত সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা। গোল পেতে বাংলাদেশকে ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ডেড লক ভাঙেন খুইনুই মারমা। প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে বল পাঠান তিনি।
এগিয়ে যাওয়ার পরই বাংলাদেশের গতি আরও বেড়ে যায়। সুরভী আকন্দ প্রীতির গোলে ব্যবধান ২-০ হয়। তবে প্রথমার্ধেই নেপালও গোল করে একটি। ভূমিকা বুদাথোফির গোলই ম্যাচে নেপালকে টিকিয়ে রাখে। দ্বিতীয়ার্ধে কী ঘটবে এ নিয়ে চিন্তায় ছিল বাংলাদেশের শিবির। তবে নেপাল ম্যাচে ফেরানোর মতো নৈপুণ্য প্রদর্শন করতে পারেনি। আর দুটি গোল খেয়ে ছিটকে পড়ে। এ সুযোগে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। ৭১ মিনিটে কর্নার থেকে বল পেয়ে জালে জড়ান সুরভী। এরপরই শুরু হয় ভারী বৃষ্টি। তবু ম্যাচের নিয়ন্ত্রণ হারাননি অর্পিতারা। ৮৬তম মিনিটে পূর্ণিমার আড়াআড়ি ক্রসে জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন সুরভী।
ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে আগামীকাল ভুটানের সঙ্গে বাংলাদেশের খেলা। অধিনায়ক অর্পিতা বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে বাকি দুই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়া। প্রত্যাশা হয়তো পূরণ হবে না। তবে কেউ চেষ্টার ত্রুটি রাখছেন না।’