আগে দুই ম্যাচে রশিদ খান ভালো করেছিলেন। নিয়েছিলেন ৬ উইকেট। তবে এরপরই আফগানিস্তানের এ লেগ স্পিনারের ভাগ্যে ফিরে এলো খারাপ সময়। ইংল্যান্ডের টি-২০ টুর্নামেন্ট দ্য হানড্রেডের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়লেন আফগান এ তারকা। মঙ্গলবার বার্মিংহামে বার্মিংহাম ফোনিংক্সের বিপক্ষে বল হাতে ৪ ওভারে (২০ বলে) ৫৯ রান দেন, যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। রশিদের আগে এটি ছিল ৪ ওভারে ৫৩ রান দেওয়া নামিবিয়ার ডেভিড ভিসার। এমন খরচের দিনে হেরেছে রশিদের দল ওভাল ইনভিন্সিবল। ১৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বার্মিংহামের শেষ ২৫ বলে রান লাগত ৬১। তখন তার করা ওভারে ৩ ছক্কা ও ২ চারে ২৬ রান তোলেন লিয়াম লিভিংস্টোন। শেষ পর্যন্ত দলটি জেতে ৯৮ বল খেলে, মানে ২ বল বাকি থাকতে।
২০ বল করে রশিদ বাউন্ডারিই হজম করেন ১০টিতে। ৪টি চারের সঙ্গে ছক্কা হজম করেন ৬টি। রশিদ খান সর্বশেষ আইপিএলে ছক্কা হজম করেন ৩৩টি। টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে এত ছক্কা আর কেউ হজম করেননি।