এশিয়ান ফুটবলের পোস্টার বয় সন হিউয়েন-মিন। দীর্ঘ ১০ বছর খেলেছেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে। দক্ষিণ কোরিয়ার এ তারকা হয়ে ওঠেন তাদের ঘরের ছেলে। তার কাঁধে ছিল নেতৃত্বের ভার। স্পারদের জার্সিতে নিজেকে উজাড় করে দিয়েছেন সন। গেল মৌসুমে ইউরোপা লিগের শিরোপা জিতে ১৭ বছর পর ট্রফির খরা ও ৪১ বছর পর ইউরোপিয়ান শিরোপার স্বাদ পায় টটেনহ্যাম। সনকে নিয়ে যখন দল নতুন মৌসুমের পরিকল্পনা করছে ঠিক তখনই ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের কথা জানিয়ে টটেনহ্যাম ছাড়ার ঘোষণা দিয়ে জানালেন, এ গ্রীষ্মেই ক্লাব ছাড়বেন তিনি। এর মধ্য দিয়ে ইংলিশ ক্লাবটির সঙ্গে ১০ বছরের পথ চলার ইতি টানলেন সন।
প্রাক-মৌসুম প্র¯‘তিতে বর্তমানে সনের নিজের দেশ দক্ষিণ কোরিয়াতেই অবস্থাান করছে টটেনহ্যাম। সেখানেই নিজের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানান হিউয়েন মিন সন। চলমান দলবদলের মৌসুমেই নতুন ঠিকানা খুঁজে নিতে আগ্রহী তিনি। গুঞ্জন রয়েছে, ইউরোপিয়ান ফুটবল থেকেই বিদায় নিচ্ছেন তিনি। নতুন গন্তব্য হতে পারে সৌদি আরব কিংবা যুক্তরাষ্ট্রের কোনো ক্লাব। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে পাড়ি জমাতে পারেন ৩৩ বছর বয়সি এই ফরোয়ার্ড।
সন বললেন, ‘ক্লাবের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। একজন ফুটবলার ও মানুষ হিসেবেও সবচেয়ে বেশি গড়ে উঠেছি এ ক্লাবেই। কাজেই আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ।’ সব প্রতিযোগিতা মিলিয়ে টটেনহ্যামের হয়ে ৪৫৪ ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ১৭৩টি। ইউরোপা লিগ জয় ছাড়াও ২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লিগ ও ২০২০-২১ লিগ কাপে রানার্স আপ হয়েছেন তিনি টটেনহ্যামের হয়ে। ২০২১-২২ মৌসুমে জিতেছেন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট।