বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে হওয়ার কথা ছিল। এখন তা এক মাস এগিয়ে নভেম্বরে হবে। গতকাল বিওএর পঞ্চম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত হয়েছে। কুর্মিটোলা গলফ ক্লাবে সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং বিওএর সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। সভায় কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ পরিষদের ৮৯ জন সদস্য উপস্থিত ছিলেন। সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘সভাটি ২০২৩-২৪ অর্থবছরের কার্যক্রমের ওপর ভিত্তি করে আয়োজন করা হয়েছে। বিভিন্ন কারণে সভা করা সম্ভব না হলেও এ বছরে আমরা ২০২৪-২৫ অর্থবছরের জন্য আরেকটি সাধারণ সভার আয়োজন করব।’ বিওএর সভাপতি আরও বলেন, ‘বর্তমান গঠনতন্ত্রটি ২৫ বছরের আগে আইওসির অনুমোদনকৃত। যুগোপযোগী ও হালনাগাদ করার লক্ষ্যে আমরা তা রিভিউ করার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে কার্যনির্বাহী কমিটির সবার মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রের একটি খসড়া প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। আগামী সাধারণ পরিষদের সভায় সবার মতামত নিয়ে গঠনতন্ত্রটি চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা করছি।’
এ ছাড়া বিওএ-সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স নির্মাণ উদ্যোগের কথা বলেছেন ওয়াকার-উজ-জামান।
সভায় অনুমোদন হওয়া অন্য সিদ্ধান্তগুলো হচ্ছে ২০২৩-২৪ অর্থবছরের কার্যক্রমের প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন, ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১২ কোটি ৪০ লাখ টাকার বাজেট অনুমোদন, ২০২৪-২৫ অর্থবছরের হিসাব নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগ প্রদানের বিষয়টি অনুমোদন, কার্যনির্বাহী কমিটিতে ‘বিওএ অ্যাথলেট কমিশন’-এর একজন সদস্য অন্তর্ভুক্তকরণ।