রংপুরে ভুল ও অবহেলাজনিত চিকিৎসায় আবারও নবজাতকের মৃত্যু হয়েছে। এবার অভিযোগ উঠেছে স্বপ্ন নামের একটি ক্লিনিক সিলগালা করার পরে নাম পাল্টিয়ে নিউ স্বপ্ন ক্লিনিক পরিচয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করায় এক নবজাতকের প্রাণ হারায়। সোমবার বিকালে নবজাতকের মৃত্যুর অভিযোগে ওই হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা ও ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে জরিমানার টাকা না দেওয়ায়া প্রতিষ্ঠানের এক কর্মীকে এক মাসের কারাদ দেওয়া হয়েছে। মাস দেড়েক আগে ওই ক্লিনিকটিকে জরিমানা ও সিলগালা করে দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা গেছে, সোমবার ধাপ শ্যামলী লেনের নিউ স্বপ্ন হাসপাতালে গিয়ে তারা জানতে পারেন, ২৬ জুলাই এক প্রসূতির অস্ত্রোপচার করা হয় এবং নবজাতকের মৃত্যু ঘটে।
এর আগে ১৩ জুন এক নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠে। পরে ১৬ জুন এ হাসপাতালসহ তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ২ লাখ টাকা করে জরিমানা ও অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয়।
রংপুরের সিভিল সার্জন শাহিন সুলতানা জানান, গত শনিবার পীরগাছা উপজেলার এক সন্তানসম্ভবা নারী প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে কোনো শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন না। এ ছাড়া হাসপাতালে সিজারের জন্য পর্যাপ্ত পরিবেশও ছিল না। এটি অবহেলাজনিত মৃত্যু।