এবারের নারী কোপা আমেরিকার আসর বসেছে ইকুয়েডরের মাটিতে। চলমান এ টুর্নামেন্টের গ্রুপপর্বে টানা চার ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনার মেয়েরা। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চ তৈরি করতে পারল না একবারের শিরোপাধারীরা। গতকাল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে নারী কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া।
ম্যাচে গোলের দেখা পায়নি কোনো দলই। পরে রোমাঞ্চ ছড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে যায় কলম্বিয়ার মেয়েরা। ফলে ফাইনালে ওঠার পাশাপাশি লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। ব্রাজিল ও উরুগুয়ের মধ্যে অপর সেমি ফাইনালের জয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে তারা। তবে নারী কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল ৯ বারের আসরের সর্বোচ্চ আটবারের শিরোপাধারী। অন্যদিকে আর্জেন্টিনার মেয়েরা একবার ২০০৬ সালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে। এর আগে ১৯৯৫, ১৯৯৮ ও ২০০৩ সালে রানার্সআপ হয় আলবিসেলেস্তেরা।