ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এ.এস.আই মো. কাউসার আলম জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কলেজ গেইট এলাকায় চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে তার লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনি বলেন, নিহত ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪৫ বছর। তার লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল