বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দলের চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী শেখ রবিউল আলম বলেছেন, ‘সবকিছুতেই মানুষ এখন অস্বস্তিতে রয়েছে।’ তিনি বলেন, ‘নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু না হওয়ায় দেশে নানান গুজব চলছে। নানান সংকট চলছে। নির্বাচনি তফসিল ঘোষণা হলে প্রশাসন সঠিকভাবে চলা শুরু হবে। আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে। চলমান সব সংকট কেটে যাবে।’ গতকাল রাজধানীর বাংলামোটরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ রবিউল আলম বলেন, ‘সরকারের উচিত ঘোষণা অনুযায়ী অতিদ্রুত নির্বাচনি প্রক্রিয়া শুরু করা।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ২০২৫ সালের ডিসেম্বরে সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।’