সাকিব আল হাসান যে কীর্তি গড়েছেন বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটার তার কাছাকাছিও যেতে পারেননি। সাকিব দীর্ঘদিন ধরে ছিলেন বিশ্ব ক্রিকেটে এক নম্বর অলরাউন্ডার। ব্যাটিং ও বোলিংয়ে বিশ্বের অন্য ক্রিকেটারদের পেছনে ফেলেছিলেন তিনি। এবার সাকিবের পাশে দাঁড়ানোর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে একই টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি হাঁকানোর পরই মূলত শীর্ষ স্থান দখলের আলোচনা মিরাজ ঘিরেই। এরই মধ্যে প্রথমবারের মতো আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
মিরাজের সামনে এখন আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। যেখানে তার রেটিং পয়েন্ট ৪০০, অন্যদিকে মিরাজের ৩২৭। ২০০ উইকেট আর ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করায় মিরাজকে সম্মাননা জানায় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস অ্যাসোসিয়েশন। মিরপুর একাডেমি মাঠের সামনে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে মিরাজ খুশি। বলেন, ‘আপনারা আমাকে ভালোবাসেন তার প্রমাণ পেলাম। বিষয়টি ভালো লাগার। তবে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বর বা শীর্ষে উঠতে পারলে আরও ভালো লাগবে।’
মিরাজ ৫৩ টেস্টে করেছেন ২ হাজার রান এবং ২০০ উইকেটের ডাবল কৃতিত্ব। এখন তার বয়স ২৭। লম্বা ক্যারিয়ার সামনে। কোথায় তিনি থামতে চান জানতে চাইলে তারকা এ ক্রিকেটার বলেছেন, ‘লক্ষ্য তো অবশ্যই অনেক ওপরে যাওয়ার। পথ অনেক লম্বা। ফিট থাকতে হবে। ভালো খেলতে হবে। ছোট ছোট টার্গেট করেই পথ পাড়ি দিতে চাই।’ টেস্টে মিরাজের উইকেট এখন ২০৫। বাংলাদেশের এ সংস্করণে তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন দুজন। ৭১ ম্যাচে সাকিব ২৪৬ উইকেট নিয়ে সবার ওপরে। ৫৩ ম্যাচে তাইজুলের ২২৮ উইকেট। তাদের কি ছাড়িয়ে যেতে চান? মিরাজ বললেন, ‘পারলে খুশি হব।’