এএইচএফ কাপে গ্রুপ পর্বে অপরাজিত ছিল বাংলাদেশ। টানা চার জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। তবে ফাইনালে উঠার লড়াইয়ে হেরে গেল ওমানের কাছে। গতকাল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে ওমান জয় পেয়েছে ৫-৪ ব্যবধানে। ফাইনালে তারা চীনা তাইপের মুখোমুখি হবে। ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ আগামী আগস্ট-সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপ হকিতে অংশ নিতে পারছে না। দুই ফাইনালিস্ট চীনা তাইপে এবং ওমান খেলবে এশিয়া কাপ হকিতে।
গতকাল সেমিফাইনালে দারুণ লড়াই করেছে দুই দল। ৮ মিনিটে নওফেলির গোলে এগিয়ে যায় ওমান। ১৩ মিনিটে সবুজ গোল শোধ করেন বাংলাদেশের হয়ে। ২৪ মিনিটে আশরাফুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৭ মিনিটে ওমানকে সমতায় ফেরান ফাজারি। এরপর ৩১ মিনিটে নওফেলির গোলে ফের এগিয়ে যায় ওমান। ৩০ মিনিটে লাওয়াতির গোলে ব্যবধান ৪-২ করে ওমান। ৩৮ মিনিটে ওবায়দুল গোল করেন বাংলাদেশের পক্ষে। ব্যবধান হয় ৩-৪। ফাজারির ৪৪ মিনিটের গোলে ৫-৩ ব্যবধানে এগিয়ে যায় ওমান। ৫৪ মিনিটে সবুজের গোলে ব্যবধান কমালেও পরাজয় রুখতে পারেনি বাংলাদেশ। অপর সেমিফাইনালে চীনা তাইপে ৭-১ গোলে কাজাখস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।