সুপার লিগে টানা দুই জয়ে শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়েছে আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নরা ৫০ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্সের প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের ধারায় ফিরেছে মোহামেডান। ওপেনার রনি তালুকদারের সেঞ্চুরিতে মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। প্রিমিয়ার ক্রিকেটের চলতি লিগে তৃতীয় সেঞ্চুরি করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। এনামুলের সেঞ্চুরিতে গাজী ৭ উইকেটে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জকে। সুপার সিক্সের দ্বিতীয় রাউন্ড শেষে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পয়েন্ট ১৩ ম্যাচে ১১ জয়ে ২২। মোহামেডানের পয়েন্ট ১৩ ম্যাচে ২০, গাজী ক্রিকেটার্সের ১৮, গুলশান ক্রিকেট ক্লাবের ১৭, লেজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ১৫ ও অগ্রণীর পয়েন্ট ১৪। মিরপুর স্টেডিয়ামে প্রথম ব্যাটিংয়ে ৪৯.৫ ওভারে ২৭৮ রান করে আবাহনী। সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ৭০ বলের ইনিংসটিতে ৮টি চার ও ৪টি ছক্কা ছিল। চলতি আসরে ১৩ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৬৫২ রান করেন পারভেজ ইমন। ২৭৯ রানের টার্গেটে ২২৮ রানে অলআউট হয় গুলশান। বিকেএসপি-৩ নম্বর মাঠে ৩৫ বল হাতে রেখে মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। বৃষ্টি¯œাত ৪২ ওভারের কার্টেল ম্যাচে ৯ উইকেটে ২৪০ রান করে অগ্রণী। দলটির পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এবাদত ৩টি ও সাইফুদ্দিন নেন ৪ উইকেট। ২৪১ রানের টার্গেট মোহামেডান সহজেই টপকে যায়। রনি তালুকদার ও আনিসুল ইসলাম ইমন ১৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ম্যাচসেরা রনি ১০০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১২২ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন। বিকেএসপি-৪ নম্বর মাঠে গাজী ক্রিকেটার্স ৭ উইকেটে হারায় রূপগঞ্জকে। ৪৩ ওভারের কার্টেল ম্যাচে ৩৯.২ ওভারে ২২৩ রান করে রূপগঞ্জ। সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার তানজিদ হোসেন। ২২৪ রানের টার্গেটে সেঞ্চুরি করে দলকে জয় উপহার দেন অধিনায়ক এনামুল বিজয়। এনামুল ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেন ১০৫ বলে ১০ চার ও এক ছক্কায়। চলতি লিগে এটা তার তৃতীয় সেঞ্চুরি। ১৩ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৭৬৬ রান করেছেন এনামুল।
শিরোনাম
- সব ধরনের সমরাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা রাশিয়ার
- উলিপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত, আহত ৩
- পরিবেশ উপদেষ্টার সঙ্গে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : আমীর খসরু
- নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বগুড়া প্রেসক্লাবের
- দালাই লামার উত্তরসূরি নির্ধারণ নিয়ে চীনের দাবির বিরোধিতা ভারতের
- অস্বস্তিকর দৃশ্য মানেই কল বন্ধ, অ্যাপলের ফেসটাইমে যুক্ত হচ্ছে নগ্নতা শনাক্তকারী প্রযুক্তি
- ২০ বছর পর দখলমুক্ত হলো বরিশাল জিলা স্কুলের মাঠ
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের দাবি আবারও খারিজ করলেন জয়শঙ্কর
- সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র উপদেষ্টা
- ইসরায়েলের সঙ্গে সংঘাতে হিজবুল্লাহর ৪ হাজার যোদ্ধা নিহত
- এবার ইয়েমেনে হামলার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
- জনগণ সংখ্যানুপাতিকের ভিত্তিতে নয়, দল দেখে ভোট দিতে চায় : প্রিন্স
- বরিশালে শর্ট সার্কিটে দুই দোকান পুড়ল, ক্ষতি ৬ লাখ
- নোয়াখালীতে ড্যাবের মাসব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন
- ডেঙ্গুতে বরিশালে আরও এক নারীর মৃত্যু, ১৫০ নতুন ভর্তি
- শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান
- থানায় হামলা চালিয়ে দুই আসামি ছিনতাই, পুলিশসহ আহত অন্তত ২৫
- শহরের বস্তিতে স্বাস্থ্য ও স্যানিটেশনে নজিরবিহীন অগ্রগতি: ব্র্যাক
- রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত
শিরোপার আরও কাছে আবাহনী
তৃতীয় সেঞ্চুরি এনামুলের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর