ফুটবল কিংবা ক্রিকেটে বড় ম্যাচে জিততেই ভুলে গিয়েছিল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। হার বা বড় জোর ড্র- এই ছিল প্রাপ্তি। ফুটবল ও ক্রিকেট লিগে কবে একদিনে হাইভোল্টেজ দুই ম্যাচে তারা জয় পেয়েছিল তা অনেকেই মনে করতে পারছেন না। তবে সাদা-কালোদের গতকালের দিনটি সত্যিই রঙিন হয়ে থাকবে। বসুন্ধরা কিংস অ্যারিনায় পেশাদার ফুটবল লিগে হারিয়েছে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। অন্যদিকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে মাঠ ছেড়েছে তারা। অনেক দিন পর বাঁধভাঙা উৎসবে মেতেছেন সাদা-কালোর সমর্থকরা।
এবার বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম লেগে কুমিল্লায় হোম ম্যাচেও কিংসকে হারিয়েছিল মোহামেডান। আর এটিই অভিষেকের পর লিগে একদলের কাছে প্রথমবারের মতো দুবার হারল কিংস। কুমিল্লায় ব্যবধান ছিল ১-০ আর কিংস অ্যারিনায় ২-১। দুই ম্যাচেই নায়ক অধিনায়ক সুলেমান দিয়াবাতে। এ জয়ে প্রথমবার পেশাদার শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করল মোহামেডান। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল সাদা-কালোরা। অন্যদিকে এই হারে শিরোপা রেসে টিকে থাকাটা কিংসের বড্ড কঠিন হয়ে পড়ল। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনেই থাকল তারা। কিংস কখনো লিগে অপরাজিত না থাকলেও একটার বেশি ম্যাচ হারেনি। এবারে কি না ১১ রাউন্ডেই তিন ম্যাচে হার মানল।
শিরোপা রেসে ভালোভাবে টিকে থাকতে মোহামেডানকে শুধু হারালেই চলত না, বাকি ম্যাচ জিততে হতো। এখনো ক্ষীণ সম্ভাবনা আছে, তবে ১৩ পয়েন্ট হারানোর পর তা সমুদ্র পাড়ি দেওয়ার মতো। কেননা, গতকাল গাজীপুরে ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারানোর পর ঢাকা আবাহনীর চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে পড়ল কিংস। প্রশ্ন হচ্ছে, কিংস এবার এতটা ম্লান কেন? কেউ স্বীকার করুক আর নাই করুক, ব্রাজিলিয়ান রবসনের অনুপস্থিতি শুরু থেকে টের পাওয়া যাচ্ছে। তার পর আবার আরেক ব্রাজিলিয়ান অধিনায়ক মিগেল ফিগেইরা এখনো ফেরেননি। দুই নির্ভরযোগ্য তারকার অভাব অন্যরা পূরণ করতে পারছেন না।
গতকাল প্রথমার্ধে দুই দলই সমান তালে খেলেছে। ১৮ মিনিটে গোলরক্ষক শ্রাবণের ভুলে দিয়াবাতে জালে বল পাঠিয়ে মোহামেডানকে এগিয়ে রাখেন। সাত মিনিটের ব্যবধানে রাকিব হোসেনের দর্শনীয় গোলে সমতায় ফেরে কিংস। সত্যি বলতে কী, এরপর কিংসের আধিপত্য ছিল। এলোমেলো হয়ে পড়েছিল মোহামেডান। বড় সর্বনাশ হয় দ্বিতীয়ার্ধের শুরুতেই। আর তা রিমনের দ্বিতীয় হলুদ কার্ড। পেশাদার লিগে কিংসের মতো খ্যাতনামা দলে খেলে রিমন কি জানতেন না এক হলুদ কার্ড দেখার পর কতটা সতর্ক হয়ে খেলতে হবে? অথচ তিনি কী করলেন? অযথা মাঝ মাঠের একটু ওপরে মোহামেডানের সানডের জার্সি ধরে টেনে ফেলে দিলেন। স্বাভাবিকভাবে আরেকবার হলুদ কার্ড দেখতে হলো তাকে।
ফেডারেশন কাপের কোয়ালি ফায়ারে ম্যাচে ১০ জনের আবাহনীকে হারাতে পারেনি কিংস। আর সেখানে কি না লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে মোহামেডান। একজন কম খেলে তাদের কী আটকানো সম্ভব? সুযোগটা কাজে লাগিয়েছে মোহামেডান। একের পর এক আক্রমণ করতে থাকে তারা।
ম্যাচ যখন ১-১ তখুনি তিনটি পরিবর্তন আনেন কোচ ভ্যালেরিউ তিতা। জনাথন ফার্নান্দেজকে তুলে নিয়ে মাঠে নামান নতুন যোগ দেওয়া আর্জেন্টিনার হুয়ান লেসকানোকে। ইউরোপের বিভিন্ন লিগ খেলায় তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। অথচ তাকে কোনোভাবেই ভয়ংকর মনে হয়নি। তাছাড়া নতুন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভেসিয়েলও ততটা কার্যকর নন। আর ৮৫ মিনিটেই দিয়াবাতে ফের ঝলক দেখান। নিজের দ্বিতীয় গোল করে দলকে উৎসবে ভাসান। সাবেক ফুটবলার বিপ্লব ভট্টাচার্জের হাত থেকে ম্যাচ সেরার পুরস্কার নেন তিনি। ম্যাচের বাইরে উল্লেখযোগ্য ঘটনা ছিল ইসরায়েলের আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানাতে সেই দেশের পাতাকা নিয়ে এসেছিলেন অনেক দর্শক। গতকাল আরেক ম্যাচে ফর্টিস এফসি ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়।