আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে ৪ রানের জয় পেয়েছে লক্ষ্নৌ সুপার জায়ান্ট। গতকাল কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেন লক্ষ্নৌর দুই ওপেনার এইডেন মার্করাম ও মিচেল মার্শ। মার্করাম ২৮ বলে ৪৭ রানে মাঠ ছাড়ার আগে দুজনে ৬২ বলে ৯৯ রানের জুটি গড়েন। এরপর মার্শ আর নিকোলাস পুরান খেলেন ৩০ বলে ৭১ রানের ইনিংস। ৪৮ বলে ৮১ রানে ফেরেন মার্শ। পুরান ৩৬ বলে ৮৭ রানে অপরাজিত ইনিংস খেললে ৩ উইকেটে ২৩৮ রান করে লক্ষ্নৌ। কলকাতার হারশীত ২টি ও রাসেল ১টি উইকেট নেন। জবাবে কলকাতা ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানে থেমে যায়। দলের হয়ে অধিনায়ক আজিঙ্কা রাহানে সর্বোচ্চ ৩৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন। ডি কক ১৫, সুনীল নারিন ৩০ ও ভেনকাতিশ আয়ার ৪৫ রান করেন। আকাশ দীপ ও শার্দুল ২টি করে উইকেট নেন।