চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল আজ। ভারত ও নিউজিল্যান্ড শিরোপা জেতার ম্যাচটি খেলবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনালটির দিকে তাকিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ফাইনালে এগিয়ে রাখছেন নিউজিল্যান্ডকে। রোহিত শর্মা, বিরাট কোহলির ভারত থেকে কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, মিচেল সান্টনারের নিউজিল্যান্ডকে এগিয়ে রাখার ব্যাখ্যাও দিয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল, ‘শ্বাসরুদ্ধকর ফাইনাল হবে। নিউজিল্যান্ড ও ভারত দুই দলেই ম্যাচ উইনার ক্রিকেটারের সংখ্যা অনেক। তারপরও আমার ফেবারিট নিউজিল্যান্ড। ৫৫ শতাংশ এগিয়ে রাখব নিউজিল্যান্ডকে। কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, রাচিন রবীন্দ্ররা স্পিনের বিপক্ষে খুবই ভালো ব্যাটিং করেন। শুধু তাই নয়, দলটি মানসিকভাবেও এগিয়ে। গত অক্টোবর-নভেম্বরে ভারতকে দেশটির মাটিতে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। দলটির অধিনায়ক মিচেল সান্টানার দারুণ স্পিন করছেন। ব্রেসওয়েলও ভালো করছেন। ভারতও শিরোপা জেতার মতো দল। বিরাট কোহলির মতো ভালো ব্যাটার রয়েছেন।
তবে দলটির মূল ভরসা শ্রেয়াস আইয়ার। স্পিনে দলটির ট্রামকার্ড বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল।’ আশরাফুল আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনটি চ্যাম্পিয়নস ট্রফি খেলেছেন। ২০০২ সালে শ্রীলঙ্কা, ২০০৪ সালে ইংল্যান্ড এবং ২০০৬ সালে ভারতে খেলেছেন। এ ছাড়া ক্যারিয়ারে ওয়ানডে খেলেছেন ১৭৭টি এবং রান করেছেন ৩৪৬৮। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার আশরাফুল এখন কোচিং নিয়ে ব্যস্ত। কিছুদিন আগে বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচ ছিলেন। এখন কোচিং করাচ্ছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ধানমন্ডি ক্রিকেট ক্লাবে। ক্রিকেট দেখছেন এখন মাঠের বাইরে থেকে। ম্যাচগুলোকে চুলচেরা বিশ্লেষণ করছেন কোচের চোখে। আজ তিনি জয়পুর যাবেন এশিয়ান লেজেন্ডস ক্রিকেট খেলতে।