আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে এমন সমীকরণের মুখে গতকাল বেসেটেরেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পরাজয়ের মুখ দেখলেন নিগাররা। ২২ ও ২৫ জানুয়ারি একই ভেন্যুতে খেলবে দুই দল। গতকাল ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৯৮ রান সংগ্রহ করে হারতে হয়েছে ৯ উইকেটের ব্যবধানে। অধিনায়ক হেইলে ম্যাথিউজের সেঞ্চুরিতে ১৯৯ রানের লক্ষ্য সহজেই টপকে যায় তারা। উদ্বোধনী জুটিতেই নিগারদের ওপর দাপট চালাতে থাকেন ম্যাথিউজ ও জোসেফ। গড়েন ১৬৩ রানের জুটি। ম্যাথিউজ ৫৩ বলে ১০৪* ও জোসেফ ৭৯ বলে ৭০ রান করেন। এর আগে টস হেরে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করে বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে শারমীন আক্তার সর্বোচ্চ ৭০ বলে ৪২, মুর্শিদা খাতুন ৫৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। এ ছাড়া সুভানা মুস্তারি ৩৫ ও স্বর্ণা আক্তার ২৯ রান করেন।