পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বৃহস্পতিবার বলেন, ‘বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের ভারতের মাধ্যমে রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহার করায় বাংলাদেশে অসুবিধা হবে না।’ তিনি বলেন, এ বিষয়ে কিছু সংবাদ নজরে এসেছে। সেটা ঠিক নয়। ‘নেপাল ও ভুটানের রপ্তানিতে কোনো অসুবিধা হবে না। কেন হবে না। তার ব্যাখ্যা পাওয়া যায়নি। সরকারি আদেশে বলা আছে বাংলাদেশ কোনো তৃতীয় দেশে ভারতের মাধ্যমে রপ্তানি করতে পারবে না। তিনি আরও বলেন, বাংলাদেশকে এই সুবিধা দেওয়া হয় ২০২০ সালে। মূলত ভারতের বিমানবন্দরের মাধ্যমে। এতে বিমানবন্দরে অযথা পণ্য জমে যাচ্ছিল। এতে ভারতের রপ্তানিতে অসুবিধা হচ্ছিল। এই জন্যই প্রত্যয় হার করা হয়েছে। ‘তিনি বলেন এর জন্য বাংলাদেশে কোনো অসুবিধা হবে না। তার কারণ রেল বা সড়ক পথে পণ্য পাঠাতে পাড়বে।’
প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় তিস্তা নদীর প্রকল্প নিয়ে আলোচনার বিষয়ে মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। সেখানে এসব দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে মুখপাত্র বলেন, নতুন কোনো তথ্য নেই। তবে বাংলাদেশে হিন্দুদের উইপর অত্যাচার বিষয়ে ব্যাংকক বৈঠকে বলা হয়েছে। আশা করি বাংলাদেশ ব্যবস্থা নেবে। ভারতের চিকেন নেকের কাছে পাকিস্তান ঘাঁটি গড়ার বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।