চুয়াডাঙ্গা দামুড়হুদায় ইটভর্তি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একটি মাদ্রাসার সুপার নিহত হয়েছেন। বুধবার বেলা ২ টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা-কোমরপুর সড়কের বোস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামসুল হক দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত নিছার আলীর ছেলে। তিনি একই উপজেলার কুনিয়া চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা সামসুল হক মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি পীরপুরকুল্লা গ্রামে ফিরছিলেন। পথে বোস ইটভাটার কাছে একটি ইটভর্তি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির বলেন, ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা সুপার মাওলানা সামসুল হক নিহত হয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল