সদ্য সম্পর্ক ভেঙেছে তামান্না ভাটিয়ার। টানা দুই বছর সম্পর্কে থাকার পর বিজয় বর্মার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। সূত্রের খবর, বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন তামান্না। কিন্তু এখনই প্রস্তুত নন বিজয়। তবে সম্পর্ক ভাঙলেও তাদের মধ্যে নাকি বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে। পরস্পরকে সমাজ মাধ্যমে এখনো অনুসরণ করেন তারা।
বর্তমানে তিনি আসন্ন ছবি ‘ওডেলা ২’ নিয়ে ব্যস্ত। ছবিটির প্রচারে গিয়ে এক প্রশ্নের মুখোমুখি হয়ে মেজাজ হারালেন অভিনেত্রী। এই ছবিতে এক তন্ত্রসাধিকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এক সাংবাদিক ইঙ্গিতে বিজয়ের প্রসঙ্গ টেনে আনেন। ওই সাংবাদিক প্রশ্ন ছুড়ে দেন, “এমন কোনো ব্যক্তি রয়েছেন যার ওপর তন্ত্রমন্ত্রের দ্বারা আপনি ‘বিজয়’ অর্জন করতে চান?” প্রশ্নের উত্তরে তামান্না বলেন, “আমাকে তো আপনার ওপরই তন্ত্র প্রয়োগ করতে হবে। তারপর সব ছবি শিকারি আমার হাতের মুঠোয় থাকবে। আপনি কী বলেন? আপনার ওপর করব নাকি কালো জাদু?”