মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু আজ। প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরিতে বাংলা দ্বিতীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব পরীক্ষা চলবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে লিখিত অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী।
এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
এবার ফেনীতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলা শিক্ষা অফিসের দেওয়া তথ্য মতে, এবারের পরিক্ষা জেলার ৩৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে সর্বমোট ২৯ হাজার ৬০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। ২০২৪ সালে জেলায় ২৪ হাজার পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
তথ্য বলছে, এবারের এসএসসিতে ২২ হাজার ৫৪৯ জন, দাখিলে ৫ হাজার ৮৮৯ জন ও ভোকেশনালে এক হাজার ১৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বিডি প্রতিদিন/নাজিম