গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে বেড়াতে নিয়ে নৌকায় তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কনক সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকার ইউনুস আলীর ছেলে।
বুধবার দুপুরে অভিযুক্ত যুবককে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী তরুণী। এরপর ওইদিন সন্ধ্যায় উপজেলার খেয়াঘাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এর আগের দিন সোমবার দুপুরে ধর্ষণের এই ঘটনা ঘটে বলে জানায় ওই তরুণী।
ভুক্তভোগীর অভিযোগ, সম্প্রতি ফেসবুকে কনকের সঙ্গে তার পরিচয় হয়। সোমবার দুপুরে কনক তাকে বালাসীঘাট এলাকায় বেড়ানোর জন্য ডাকে। বালাসীঘাটে গেলে তাকে ব্রহ্মপুত্র নদে নৌকায় ঘুরতে নিয়ে নৌকার ভেতরেই জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরদিন সোমবার থানায় কনকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ভুক্তভোগী।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত কনকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল