গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আইনজীবীরা। ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমাজের ব্যানারে বুধবার সকাল সাড়ে ১০টায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া কালেক্টরেট ও জেলা জজ আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে বার ভবন সংলগ্ন গোলচত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিনিয়র আইনজীবী সৈয়দ মো. জামালের সভাপতিত্বে ও অ্যাডভোকেট বশির আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতি অকৃত্রিম সংহতি প্রকাশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, অ্যাডভোকেট মো. নাসির মিয়া, অ্যাডভোকেট জিবরাইল, অ্যাডভোকেট ইয়াকুব আলী, অ্যাডভোকেট যতন শর্মা, অ্যাডভোকেট ইয়াসমিন, অ্যাডভোকেট আবদুন নূর প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে মার্কিন মদদে গাজায় ইসরায়েলি মানবতাবিরোধী, বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, দখলদার ইসরায়েল নির্মমভাবে ও নির্বিচারে নিরীহ নারী ও শিশুদের হত্যা করে বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে। কোনো বিবেকবান মানুষ এটা সমর্থন করতে পারে না। অবিলম্বে গণহত্যা বন্ধের জন্য জাতি-ধর্ম নির্বিশেষে গোটা বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল