আর আর আর খ্যাত জনপ্রিয় অভিনেতা রাম চরণের স্ত্রী এবং সফল ব্যবসায়ী উপাসনা কোনিডেলা সম্প্রতি জানিয়েছেন, তার পরিবারে ধন-সম্পত্তি নিয়ে কোনো ধরনের ঝগড়া বা বিরোধ হয়নি, যদিও তাদের পরিবারে সদস্য সংখ্যা ৪৪ জন! এর কারণ হিসেবে তিনি জানান, তাদের পরিবারের সদস্যরা একটি ‘পারিবারিক সংবিধান’ অনুসরণ করেন, যা তার দাদা তৈরি করেছিলেন।
উপাসনা বলেন, "আমরা সবকিছু লিখে রাখি, সমস্যা সমাধানের উপায় খুঁজি এবং যদি সমাধান নিয়ে আত্মবিশ্বাসী না হই, তখন আমার লাইফ কোচের সঙ্গে পরামর্শ করি। এই প্রক্রিয়া আমাদের পরিবারকে অনেক সাহায্য করেছে।" তার মতে, এটি তাদের জীবনে শান্তি এবং একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রাখার প্রধান কারণ।
তবে শুধুমাত্র এই 'পারিবারিক সংবিধান' নয়, উপাসনা এবং তার পরিবার তাদের মধ্যে সম্পর্ক মজবুত করতে 'সিক্রেট সান্তা'ও আয়োজন করেন, যেখানে ৪৪ সদস্যের মধ্যে সবাই একে অপরকে বিশেষ উপহার দেন। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হয় এবং পারিবারিক সমস্যা কখনও মাথাচাড়া নেয় না।
এছাড়াও উপাসনা তার লাইফ কোচের পরামর্শে নিজের জীবনে যেকোনো সমস্যা মোকাবেলা করেন এবং ধন-সম্পত্তি নিয়েও তারা কখনো কোনো সমস্যা সম্মুখীন হননি।
উপাসনা এবং রাম চরণ ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২৩ সালে তাদের প্রথম সন্তান, কন্যা ক্লিন কারা জন্মগ্রহণ করে।
বিডি প্রতিদিন/আশিক