শোবিজের দর্শকনন্দিত অভিনেতা নিলয় আলমগীর। ছোট-বড় দুই পর্দাতেই দর্শক মাতিয়েছেন অভিনেতা। নতুন নতুন গল্পে দর্শক তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখছেন। সম্প্রতি আট বছর আগে মুক্তি পাওয়া অপূর্বের বড় ছেলের রেকর্ড ভেঙেছে নিলয়ের শ্বশুরবাড়িতে ঈদ। সেসব নিয়ে তার সঙ্গে কথোপকথন- পান্থ আফজাল
আপনার অভিনীত একটি নাটকের ভিউ প্রায় ৫৪ মিলিয়ন!
হ্যাঁ, এই নাটকটির নাম ‘শ্বশুরবাড়িতে ঈদ’। মহিন খান নির্মিত। আমার বিপরীতে ছিলেন হিমি। মাত্র ১১ মাসে নাটকটি যে এত মানুষ দেখেছে, ভালোই লাগছে। আসলে একটি কাজের পেছনে অনেক কষ্ট থাকে। দর্শক সেটা পছন্দ করলে সার্থক মনে হয়।
নাটকটি শ্রোতাপ্রিয় হওয়ার কারণ কী বলে মনে করেন?
শ্বশুরবাড়িতে ঈদকেন্দ্রিক নানা ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে এই নাটকের গল্প। বিয়ের পর দূরে থাকলেও এবার শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়ে জামাই। দেখা যায়, শ্বশুর কিপটে। যে ঈদে ফিতরা-জাকাত ইত্যাদি দিতে চায় না। সেগুলো নিয়ে সোচ্চার হয় জামাই। নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ জন্যই এটি দর্শক পছন্দ করেছেন।
নাটকটি দিয়ে অপূর্বের বড় ছেলের রেকর্ড ভেঙেছে...
সবাই তো আনন্দ প্রকাশ করছেন। আর এটা সত্যিই খুশির ব্যাপার যে, আমার নাটকটি এত মানুষ দেখেছেন। আমি মনে করি, এটা ভালো কাজে অনুপ্রেরণা দেবে। তবে অপূর্ব ভাইয়ের নাটক ‘বড় ছেলে’ অনেক সুন্দর একটা নাটক। আমার কাছে মনে হয় অপূর্ব ভাইয়ের নাটকটি আমার নাটক থেকে বেশি ভালো, বেশি সুন্দর।
এই যে অপূর্ব এর সঙ্গে তুলনা করছেন সবাই, কী বলবেন?
অপূর্ব ভাইকে ছাড়িয়ে গেলেন- এটা শুনতে ভালো লাগে না। কারণ, অপূর্ব ভাইয়ের সঙ্গে আমার তুলনা কখনোই হবে না। উনি আমার অনেক সিনিয়র। আমার থেকে অনেক ভালো অ্যাকটিং করেন। বেসিক্যালি আমি তাঁর একজন ফ্যান। সো, আমার সঙ্গে তার তুলনা কখনোই করা উচিত নয়।
ভিউ নিয়ে অভিমত কী?
ভিউজ বেশি হলে তো ভালোই লাগে। কিন্তু দেখি, অনেকেরই ভিউজ নিয়ে প্রবলেম। কিন্তু আবার তার নাটকের যখন ভিউ হয়, সেটা সে খুশি মনে শেয়ার করেন। আবার যখন আমাদের নাটকের ভিউ বেশি হয় তখন আবার বলেন, ভিউজ তো সব কিছু না। নাটকের মানদণ্ড না।
আপনার প্রোডাকশন হাউস থেকে কি নিয়মিত নাটক নির্মিত হবে?
অনেক আগে থেকেই তো ‘নাফ’ থেকে নাটক নির্মিত হচ্ছে, করছি। সামনেও নিয়মিতভাবেই করব। দেখা যাক।
সামনে কোন নাটকের শুটিং করবেন?
বেশ কিছু নাটকের কাজই রয়েছে। তবে ১২, ১৩ তারিখে মহিন খানের সঙ্গে একটি সিঙ্গেল নাটকের শুটিং রয়েছে।
নাটকের দর্শকের কাছে প্রত্যাশা?
আমরা তো কষ্ট করে কাজ করি যাতে মানুষ দেখে বা দর্শক দেখে। তো নাটক বেশি মানুষ দেখলে ভালো লাগে।