দিনাজপুরের বিরামপুর শহরে জামাইয়ের দেওয়া আগুনে দগ্ধ শাশুড়ি বুলি বেগম (৫৫) মারা গেছেন। ঘটনার ছয় দিন পর মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। জানা গেছে, বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির মেয়ে শিল্পী বেগমের সঙ্গে মহেদুলের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তুচ্ছ কারণে ২ এপ্রিল জামাই মেহেদুল শাশুড়ি বুলি বেগমের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।