বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৪-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলাম। পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৪-এর সংক্ষিপ্ত তালিকায়ও মিরাজের সঙ্গে ক্রিকেটার নাহিদ রানা ও সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা রয়েছেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করে। আগামীকাল পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএর সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। ১১ এপ্রিল বেলা সাড়ে ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এ দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৩ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে।