বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা থেকে ২,৮০০ মিটার গভীর বরফের নমুনা সংগ্রহ করে ইউরোপে পাঠাচ্ছেন। এটা পৃথিবীর ১২ লাখ বছরের জলবায়ুর ইতিহাস উন্মোচনে সহায়ক হবে। ‘বিয়ন্ড এপিকা - ওল্ডেস্ট আইস’ প্রকল্পের আওতায় পরিচালিত এই গবেষণাটি ইউরোপীয় কমিশনের অর্থায়নে এবং ইতালির ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের ইনস্টিটিউট অব পোলার সায়েন্সেসের (Cnr-Isp) তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
এই গবেষণার মূল লক্ষ্য হলো পৃথিবীর অতীত জলবায়ুর বিশদ বিশ্লেষণ, বিশেষ করে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব নির্ণয় করা। গবেষকরা বিশ্বাস করেন, এসব তথ্য জলবায়ু পরিবর্তন বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউরোপের ১০টি দেশের বিজ্ঞানীদের নিয়ে গঠিত দলটি তিন মাস ধরে ৩,২০০ মিটার উচ্চতায় এই অভিযান পরিচালনা করে। সেখানে গ্রীষ্মকালেও তাপমাত্রা গড়ে -৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। বিজ্ঞানীরা বরফের নিচের পাথুরে স্তর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছেন, যা জলবায়ু গবেষণায় এক বড় সাফল্য।
সংগ্রহ করা বরফের নমুনাগুলো গবেষণা জাহাজ ‘লরা বাসি’-তে করে ইউরোপে পাঠানো হচ্ছে। নমুনাগুলো ইতালিতে পৌঁছে -৫০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করা হবে এবং পরে জার্মানিতে নিয়ে গিয়ে পরীক্ষার জন্য বিভিন্ন গবেষণাগারে পাঠানো হবে।
গবেষণা প্রকল্পের প্রধান সমন্বয়ক কার্লো বারবান্টে বলেন, গত অভিযানে আমরা অসাধারণ একটি সাফল্য অর্জন করেছি। এই নমুনাগুলো আমাদের ১২ লাখ বছরেরও বেশি সময়ের জলবায়ুর ইতিহাস জানতে সাহায্য করবে।
এই গবেষণার মাধ্যমে পৃথিবীর ভবিষ্যৎ জলবায়ু পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যাবে বলে বিজ্ঞানীরা আশা করছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল