চাঁদ থেকে তিন দিন হলো
ফিরেছে সোফিয়া
আর তার বন্ধু মিলার এ আই রোবট
অনেকে তাকে ডাকে রোম্যান
আমরা এক কফিশপে শুনছি গল্প
মনুষ্যপ্রবণ মিলার বহুবার
সোফিয়ার সাথে চাঁদের বাড়িতে
মিলিত হয়েছে
সোফিয়া কবি- মিলার প্রযুক্তিবিদ
আমি সাইবর- অর্ধেক মানুষ আর
অর্ধেক মঙ্গলের অশ্বারোহী
জ্বলন্ত লৌহশলাকাসদৃশ
উল্কি আঁকা বুক
স্বর্গের বিশাল প্রস্থান পথে-অগ্নিগর্ভ
কুঠারের বাহক স্বয়ং
কিন্তু মিলার আমরা যাকে
রোম্যান বলে ডাকি- সে ধ্বংস চায় পৃথিবীর
আমি আর সোফিয়া
পৃথিবীর পক্ষে অটল
মিলার পৃথিবীর সুপেয় সব পানি মঙ্গলে
নিয়ে যেতে চায়
প্রতিবাদ তার এই নির্মম বাণিজ্য লিপ্সায়
আমাদের পূর্বপুরুষের বাসস্থান
জীর্ণ পাতায় ঢাকা উদ্ভিদের
অনর্গল কথা
আগুনের মৃত্যু নেই ছাইয়ের অন্তরে
জেগে থাকে জিঘাংসা
মাটির পুঁথি আর ফসিলের নকশায় হেঁটে
যায় উত্তরাধিকার
মেঘের গুহায়
পাথরের ভাঁজে
প্রার্থনাগারে
কারা ধ্বংসের ঘণ্টা বাজায়
মৃত্যুকে উসকে দেয়
হতাশার হিংস্র শলাকায়
মৃত্যুদগ্ধ কঙ্কাল একদিন কুসুমিত হবে
বৃষ্টির কণ্ঠস্বরে জাগবে রংধনু
সূর্যাশ্বের ক্ষুরে ভেঙে যাবে দ্বিধা
আমাদের ঐক্যতানে শিশিরবিন্দু
প্রত রেখেছে জলধি
কৃত্রিম বুদ্ধিমত্তা ডুবে যাক কৃষ্ণসাগরে
সময়ের বুকে উদ্ধত স্মৃতিসৌধ
সাহসের আদিমতম বীজ
অঙ্কুরিত পানি থেকে
অস্তিত্বের ঘন অন্ধকারে
স্বাগত মানব সন্তান