পাশাপাশি বাসার মেয়েটি যখন
বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখে
টবের গাছে পানি দেয়
জোছনা ভরা আকাশ দেখে
আমি ঘরের ভিতর থেকে শুধু ওকেই দেখি।
মনে হয় হাত বাড়ালেই ছুঁতে পারব।
বাইরে বের হই না পাছে আমাকে
দেখে চলে যায়!
হামাগুড়ি স্বপ্ন নিসর্গের চাপা কষ্ট অস্তিত্ব ধরে টান দেয়।
জীবন নিংড়ানো গল্পের জলধ্বনি।
বুকের গভীরে শিহরন।
চোখ বুজলে তাকেই দেখি, অমোঘ বসন্ত। কে সে?
পুরনোকে রিপ্লেস করে
অজান্তে জায়গা করে নিল।