বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে নিতে বেঁচে থাক প্রাণ,
স্বচ্ছ জলের মতো পৃথিবী দেখুক খুঁটে খুঁটে
তার ঢেউয়ে ঢেউয়ে মেতে থাকা জীবনের বুনো উচ্ছ্বাস।
অপ্রতিরোধ্য গতিতে টেনে নিক নমনীয় স্বচ্ছতা
যেখানে জীবনই সুন্দরের আরাধ্য ভূমি;
জ্ঞানের সাগরে ভেসে থাকে বিশ্বাসের চরম শেকড়।
যেখানে ডুবে ডুবে সাঁতার কাটে স্বপ্ন-
নরম মাটি-জলে কাদাখোঁচা পাখির মতো!
সেখানে হাজার কোটি মাইল থেকে প্রতিফলিত হয়
প্রেমময় ভাবনার করিডোর,
সুখ হয় নীলকণ্ঠ পাখির কবিতা।
যে প্রেম আত্মার, জীবন করে তোলে প্রকৃতির ক্যানভাস;
রঙের মর্মে লুকিয়ে থাকে সহস্র সভ্যতার চমকিত গল্পের ঝলকানি
আর দু’পায়ের দূরত্ব মেপে
ঘোষণা দেয়-
পৃথিবী সুন্দর, তার চেয়ে সুন্দর মৃত্যুর সাধনা।