আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ছেলেরা এখন নিয়মিতই ফুটবলের সঙ্গে যুক্ত। খেলার পরে মাঠে বল নিয়ে ছুটোছুটি কিংবা অনুশীলনে, সবকিছুতেই নিয়মিত দেখা যাচ্ছে তাদের। তাদের ফুটবল নিয়ে মাতামাতির ভিডিও আসছে সামনে, ভাইরালও হচ্ছে।
থিয়াগো, মাতেও আর সিরো মেসির এই তিনপুত্রের কে ফুটবলে সেরা, কে ফুটবলটা ভালো বোঝেন, সে নিয়েই কথা বলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
‘সিম্পলি ফুটবল’ অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, সারা দিনই তারা বল নিয়েই থাকে। তাদের সঙ্গে আমিও উপভোগ করি। প্রতিদিন অনুশীলন করে, লড়াই করে এবং ম্যাচ খেলে। তাদের সঙ্গে থাকার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তারা খুবই সরল। আমি যদি এখন একজনের নাম বলি পরে তারা বলবে, তুমি কেন তার নাম বললে। তাই নামটা আমি নিজের কাছেই রাখি। তবে তিনজনই বেশ আলাদা।
বয়স অনুযায়ী যেমন মেসি পুত্রদের চরিত্রও ভিন্ন, তেমন খেলার ধরনেও আছে পার্থক্য। মেসির ভাষায়, বড় ছেলে থিয়াগো (১২) অনেক চিন্তাশীল, গোছানো, মাঝমাঠের খেলোয়াড় টাইপ। এরপর কথা আসে মাতেওর (৯) প্রসঙ্গে, ‘সে ফরোয়ার্ড, গোল করতে পছন্দ করে, সবসময় গোলের কাছাকাছি থাকতে চায়। খেলায় বুদ্ধিমত্তা আছে।’ আর ছোট ছেলে সিরো (৭)? ‘সে সবচেয়ে বেশি এক্সপ্লোসিভ, লড়াকু, এক অন এক ডুয়েল পছন্দ করে, নিজের খেলা নিজেই তৈরি করে।’
ছেলেদের আগ্রহ নিয়ে মেসি বলেছেন, ‘তারা সব দেখে। সবাইকে জানে। তারা এমবাপ্পে, ভিনিসিয়ুস, হলান্ড, লেভানডফস্কি, লামিনের বিষয়ে কথা বলে। আশপাশের সবাইকে তারা অনুসরণ করে। তাদের মতো হতে চায় এমন না, তবে তারা সব জানে।’
বিডি প্রতিদিন/নাজমুল