ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ শনিবার (১৯ এপ্রিল) যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়ক এবং যাত্রাবাড়ী থেকে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত এলাকাজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৬০০ পরিচ্ছন্নতাকর্মী অংশগ্রহণ করেন। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অভিযানে মহাসড়ক ও আইল্যান্ডে জমে থাকা দীর্ঘদিনের বর্জ্য অপসারণ করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “মহাসড়ক ও আইল্যান্ডে দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় বায়ুদূষণসহ পরিবেশের নানাবিধ ক্ষতি হচ্ছিল। তবে যেহেতু সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন, তাই এখানে নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী মোতায়েনের সুযোগ ছিল না।”
তিনি জানান, “পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনায় আজকের এই অভিযান চালানো হয়েছে। এ উদ্যোগের ফলে মহাসড়ক ব্যবহারকারীরা যেমন স্বাস্থ্যগত ঝুঁকি থেকে রক্ষা পাবেন, তেমনি পরিবেশ দূষণও হ্রাস পাবে।”
বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মোকাবিলায় ডিএসসিসির প্রস্তুতির বিষয়ে প্রশাসক বলেন, “খাল পুনরুদ্ধার ও ড্রেন পরিষ্কারের কার্যক্রম চলছে। আগামী ২৩ এপ্রিল থেকে খাল ও ড্রেন উদ্ধার এবং পরিষ্কারে বিশেষ অভিযান শুরু হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশককর্মীদের বিশেষ প্রশিক্ষণ ও প্রতিটি ওয়ার্ডে নিয়মিত লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম চালু আছে।”
এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার এবং অন্যান্য কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/আশিক