এখানে নরম স্বপ্নগুল মার খেয়ে তুলতুলে হয়ে গেছে
শীতের সন্ধ্যায় মরচে পড়া দুর্বোধ্য সূর্যের মতো
হাতে হাতে বেহাত হয়ে গেছে চেতনার মালিকানা
বারো ভূতে বাটনা বেটে বের করে নিয়েছে
পুরুষত্বের স্বত্বজাত মাল-মসলা
এখন শুধু মেরুদণ্ডহীন পলের প্রতিমা সেজে
কালের ক্যাদ্দানি দেখায়।
যুদ্ধবিরতি চলছে বটে!
বন্ধ হলেও ক্ষতি কী?
সম্পর্কের শুষ্ক অনুগ্রহ শুঁকতে শুঁকতে বারুদে ভরে উঠেছে
আমাদের অন্তর্জগৎ-
এসো সীতার মতো তৈলাক্ত শরীরে ম্যাচ ঠুকে দিয়ে
সময়ের সতীত্ব পরীক্ষা করি।