কোনো ধরনের গুজব বা উসকানিমূলক কোনো কিছুতে কান না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। একটি ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে শনিবার সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে এই আহ্বান জানানো হয়।
ওই পোস্টে লেখা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে ভিন্ন ভিন্ন শিরোনামে ভারতের একটি ভিডিও পোস্ট করে বাংলাদেশের ঘটনা বলে উসকানি ছড়ানো হচ্ছে।’
‘ওই ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, আক্রমণকারী ও ভিকটিমরা হিন্দি ভাষাতে কথা বলছে।
পাশাপাশি রাস্তার ডিভাইডারে হিন্দি লেখা দেখা যায়। প্রকৃতপক্ষে, ভিডিওতে প্রদর্শিত ঘটনাটি বাংলাদেশের কোনো ঘটনা নয়।’
সবশেষে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘আসুন, গুজবে কান না দিই।’
বাংলাদেশ পুলিশের ওই পোস্টে একটি ছবিও দেখা যায়। ছবিতে একটি ছিনতাইয়ের চিত্র এবং তার ক্যাপশনে লেখা; ‘কালকে সন্ধ্যায় এই নির্মম ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
বিডি-প্রতিদিন/শআ